ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কারণ স্পষ্ট নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কারণ স্পষ্ট নয় ডা. দীপু মনি

চাঁদপুর: খালেদা জিয়া বিদেশে কি কারণে গেছেন, তা এখনো স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৬ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

দীপু মনি বলেন, খালেদা জিয়া বিদেশ যাওয়াতে দেশের সাধারণ মানুষের মনে বারবার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আবার কোন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তিনি।

কারণ বিএনপি ও জামায়াতের রাজনৈতিক পদ্ধতি ষড়যন্ত্রমূলক।

তিনি আরো বলেন, আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন এ পরিমাণ স্বাধীনতা ভোগ করতে পারিনি। আমাদের কার্যালয়ের ভেতরে বোমা মারা হয়েছে। আমাদের কোনো রকম মিছিল মিটিং করতে দেওয়া হয়নি। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করে নির্বাচনে অংশ নিয়েছি।

এসময় উপস্থিত ছিলেন- চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ