ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কমলনগর উপজেলা যুবলীগের কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
কমলনগর উপজেলা যুবলীগের কমিটি গঠন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে শহরের তমিজ মার্কেটে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ২১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ্ উদ্দিন টিপু ও যুগ্ম আহ্বায়ক মো. বায়েজীদ ভূইঁয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটিতে মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পীকে আহ্বায়ক, আহ্‌ছান উল্ল্যাহ হিরন ও ইয়াছিন আরাফাত রাজুকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক মাহবুব, পৌর যুবলীগের আহ্বায়ক আল-আমিন ভূঁইয়া, সদর উপজেলা (পূর্ব) যুবলীগের আহ্বায়ক আহমেদ শরীফ, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার রাশেদ, রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলাল, কমলনগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. ফজলুল হক সবুজ, সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন হ্যামেল ও মোফাচ্ছের হোসেন চুন্নু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ