ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিরোধী দল আন্দোলনে ব্যর্থ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
বিরোধী দল আন্দোলনে ব্যর্থ লেবুখালী ব্রিজ পরিদর্শনে ওবায়দুল কাদের

পটুয়াখালী: বিরোধী দল বিএনপিকে আন্দোলনে ব্যর্থ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আন্দোলনে ব্যর্থ। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এখন কান্নাকাটি আর নালিশে ব্যস্ত।

শুক্রবার (২৮ জুলাই) সকালে পটুয়াখালীর পায়রা নদীতে লেবুখালী ব্রিজের নির্মাণকাজ পরিদর্শন শেষে নদীর দক্ষিণ পাড়ে লেবুখালী ফেরীঘাট এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজিত দলের সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া লন্ডনে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছে সরকার।

সরকার বিরোধী মন্তব্য সহ্য করলেও দেশ বিরোধী কর্মকাণ্ড সহ্য করা হবে না।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানে কোথাও সহায়ক সরকার বলতে কিছু নেই। আমরাও চাই নির্বাচন কমিশনের অধীনে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

এ সময় তিনি বর্তমান নির্বাচন কমিশনকে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন হিসেবে অবহিত করে বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নির্বাচনও নিরপেক্ষ সম্ভব, এটা পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই স্বীকৃত।

মন্ত্রী বলেন, পটুয়াখালীসহ দক্ষিণ অঞ্চলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এই জেলাতেই নির্মিত হচ্ছে পায়রা সমুদ্র বন্দর, সেনানিবাস, তাপ বিদ্যুৎকেন্দ্র। পাশাপাশি সড়ক যোগাযোগের উন্নয়নে নির্মিত হচ্ছে লেবুখালী সেতু। এখন প্রমাণিত হয় রাজনীতির রোল মডেল বঙ্গবন্ধু এবং উন্নয়ন অর্জনের রোল মডেল শেখ হাসিনা।

ওবায়েদুল কাদের বলেন, দলে কোনো অবস্থাতেই সন্ত্রাসী, মাদক সেবনকারী এবং মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের সদস্য করবেন না। আগামীতে দলের সভানেত্রী যাকে মনোনয়ন দেবেন তিনিই নির্বাচন করবেন।

এর আগে তিনি একই এলাকায় নির্মাণাধীন শেখ হাসিনা সেনানিবাস পরিদর্শন শেষে সেনা কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।

মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শাহজাহান মিয়া, সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান খান মোশারেফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৭৪৮ ঘন্টা, জুলাই ২৮, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ