ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ

ময়মনসিংহ: যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু’র বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে ময়মনসিংহ জেলা, মহানগর ও বাকৃবি ছাত্রদলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করে তারা।

মিছিলটি বাগানবাড়ী এলাকা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয় এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজা উদল্লাহ সুজা, যুগ্ম সম্পাদক রাসেল চৌধুরী, জি.এস মাহাবুব, এজি এস রানা, বাকৃবি ছাত্রদলের সভাপতি ইয়ার মাহমুদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জনি, ছাত্রদল নেতা তানবির আহাম্মেদ রবিন, রফিকুল ইসলাম আরিফ, রানা গুপ্ত, মহানগর ছাত্রদল নেতা মোজাম্মেল হক নজরুল, কামরুল হাসান, উৎপল বাবু, রাশেদ, সুমন, গোবিন্দ রায়, রাজন, নিপু, কাদের, কিশোরসহ ছাত্রদল নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
এমএএএম/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ