ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন শান্তির দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন শান্তির দেশ শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন করছেন স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বিএনপি’র মতো হাওয়া ভবন সৃষ্টি করেনি, জঙ্গিবাদেরও সৃষ্টি করেনি। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে। দেশের মানুষ সুখে শান্তি বসবাস করছে। তাই জনগণকে আওয়ামী লীগ ভয় করে না ।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যার আগে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বেলতৈল হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, জনগণের ভালবাসা নিয়ে উন্নয়নের নেতা শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকার বিজয় হবে।

তিনি আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনকে ঘিরে ওরা মানুষকে পুড়িয়ে মেরেছে।

তাদের আমলেই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। হাওয়া ভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে।

মাইজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান মুকুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান এবং পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন।

এর আগে মন্ত্রী সোনামুখীতে কাজিপুর শহীদ শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন  এবং মাইজবাড়িতে বেলতৈল সড়ক পাকা করার কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, স্থানীয সরকার বিভাগের উপ-পরিচালক আবু নুর মো.শামসুজ্জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম প্রকল্পের ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান খানসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ