ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সোনারাগাঁয়ে জামাত শিবিরের ৪৩ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
সোনারাগাঁয়ে জামাত শিবিরের ৪৩ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘরের সামনে অবস্থিত একটি মিনি চাইনিজ রেস্টুরেন্টে ঢাকা মহানগরের দক্ষিণ জামাত শিবিরের ৪৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গোপন বৈঠক করার সময় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

পুলিশ জানায়, আটকদের মধ্যে ঢাকা উত্তরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক রয়েছেন।

এ সময় তাদের কাছ থেকে লিফলেট, ব্যানার ও জিহাদী বই উদ্ধার করা হয়। তবে অভিযানে সময় শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশও পাল্টা গুলি ছুড়ে।

শিবিরের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে বলেও জানা যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঢাকা দক্ষিণ জামাত শিবিরের প্রায় ৫০ থেকে ৫৫ জন নেতাকর্মী সোনারগাঁয়ের জাদুঘরের সামনে একটি মিনি চাইনিজ রেস্টুরেন্টে গোপন একটি বৈঠক করছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে শিবিরের ৪৩ জন নেতাকর্মীকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ২৮. ২০১৭
জিটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ