ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আ’লীগ সবসময় বিএনপিকে অনুসরণ করে: রিজভী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
আ’লীগ সবসময় বিএনপিকে অনুসরণ করে: রিজভী দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির কার্যালয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান

কেরানীগঞ্জ (ঢাকা): বিএনপি যখন কোনো কিছু শুরু করে আওয়ামী লীগ সেটা অনুসরণ করে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গত ১ জুলাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সারাদেশে সদস্য সংগ্রহের উদ্বোধন করেন। তার দেখা-দেখি আওয়ামী লীগ বরিশালে সদস্য সংগ্রহ শুরু করে।

অর্থাৎ আওয়ামী লীগ সবসময় বিএনপিকে অনুসরণ করে।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে জিনজিরা বাসরোড এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির কার্যালয়ে আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যার বাক্স নিয়ে বসেছেন। তার বাক্স থেকে একে একে যাদুর চেরাগের মতো মিথ্যাচার বের হচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন চিকিৎসার জন্য লন্ডন গেছেন তখন তিনি বলেছেন, আমাদের চেয়ারপারসন নাকি তাদের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। যখন দেখলো দেশবাসী তাদের একথা মেনে নেয়নি, তখন তারা আরেক মিথ্যাচার শুরু করলো। তারা বলে, তিনি নাকি বিদেশে বসে ষড়যন্ত্র করছেন।

তিনি বলেন, পালিয়ে যাওয়ার অভ্যাস বিএনপির নেই। পালিয়ে যাওয়ার অভ্যাস আপনাদের (আওয়ামী লীগ) আছে। আপনারা ৭১ এ পালিয়েছেন। ১/১১ তেও আপনারা পালিয়েছেন। আমাদের চেয়ারপারসনের কারণেই ব্যর্থ হয়েছে মাইনাস টু ফর্মুলা।

অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এসময় তিনি বলেন,ষড়যন্ত্রের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তারা গণতন্ত্র হত্যা করে উন্নয়নের কথা বলছে। আওয়ামী লীগের উন্নয়ন হয়েছে তাদের মুখে মুখে। গুম, খুন ও অপহরণের উন্নয়ন হয়েছে। আমরা বহুবার জেলে গিয়েছি, জেলে যেতে ভয় পাইনা। ভয় হয় গুম ও অপহরণের।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের কথা ভুলে যান। বাংলার মাটিতে এ ধরনের নির্বাচন আর হবে না। আপনারাই সরকার থাকবেন, আপনারাই নির্বাচন করবেন, আপনারাই সংসদ সদস্য নির্বাচন করবেন- এরকম আর হবে না। আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করবো। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আপনারা পালাবার পথ পাবেন না।

এসময় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সাংগঠনিক সম্পাদক রেজাউলি কবির পল, সহ-সভাপতি আহসান উল্লাহ চৌধুরী, বদিউজ্জামান বাবুল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন বাবুল, অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী ও ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি হাজী মাসুম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ