ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে আ’লীগ কর্মীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
মেহেরপুরে আ’লীগ কর্মীকে কুপিয়ে জখম ধারালো অস্ত্র আঘাতে আহত এনামুল হক ওরফে নইলু

মেহেরপুর: পূর্ব বিরোধের জের ধরে এনামুল হক ওরফে নইলু (৪০) নামের এক আওয়ামী লীগ কর্মীকে রামদা দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করেছে প্রতিপক্ষরা।

শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মাইলমারী ঈদগাহ্ ময়দানের এ হামলার ঘটনা ঘটে।

এনামুল মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী ধলা স্থানীয় ‌ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য টুটুলের ভাই।

তিনি পেশায় একজন কৃষক ও আওয়ামী লীগ কর্মী।

পূর্ব শত্রুতার জের ধরে সাবেক ইউপি সদস্য আতিয়ার রহমানের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আহতদের পরিবার।

স্থানীয়রা জানান, এনামুল নওদাপাড়া গ্রামে তার এক আত্মীয়ের মেয়ের মুখে বিয়ের ক্ষীর দিয়ে বাড়ি ফিরছিলেন। পূর্ব বিরোধের জেরে পথিমধ্যে সাবেক ইউপি সদস্য আতিয়ার রহমানের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।  

এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ