ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
মানিকগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ শুরু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।  

শনিবার (৩০ জুলাই) ইউনিয়নের জাবরা বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ জিন্নাহ কবীর।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুদ্দীন নুরুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা, বিএনপি নেতা ইকবাল হোসেন মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম সাদী, উপজেলা বিএনপির সভাপতি আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক মানিকুজ্জামান, যুগ্ম সম্পাদক ও বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চতুসহ আরও অনেকে।

শেষে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নেতাদের হাতে সদস্য সংগ্রহের বই তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ