ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
মেহেরপুরে আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মেহেরপুর: প্রতিপক্ষের নির্মম হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এনামুল হক ওরফে নইলু (৪০) নামের এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে।
 

রোববার (৩০ জুলাই) ভোর রাত সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত নইলু মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী ধলা গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাবেক ইউপি সদস্য টুটুলের ভাই।

এনামুল পেশায় একজন কৃষক এবং আওয়ামী লীগের কর্মী ছিলেন।

জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে সাবেক ইউপি সদস্য মাইলমারী ধলা গ্রামের আতিয়ার রহমানের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে নিহতের পরিবারের পক্ষ থেকে।

স্থানীয়রা জানান, শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মাইলমারী ঈদগাহ্ ময়দানের কাছে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন অঙ্গে জখম কর‍াসহ ভুজালী দিয়ে তার বাম চোখ উপড়ে ফেল‍া হয়। এছাড়াও ডান চোখটিও উপড়ানোর চেষ্টা করা হয়।  

এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই রকেম হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে পরিবারের লোকজন তাকে রমেকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাড়ির জমি নিয়ে সাবেক ইউপি সদস্য আতিয়ার রহমনকে অপর সাবেক ইউপি সদস্য টুটুল হোসেনের লোকজন পিটিয়ে আহত করে। এরপর থেকেই আতিয়ার রহমান ও তার লোকজন সশস্ত্র অবস্থায় গ্রামের ভিতরে মহড়া দিয়ে বেড়াতো। এছাড়া টুটুল হোসেনের পরিবারের লোকজনকে হুমকি ধামকি দিয়ে আসছিল।

** মেহেরপুরে আ’লীগ কর্মীকে কুপিয়ে জখম

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ