ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আ'লীগে অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
আ'লীগে অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে অনুষ্ঠানে দীপু মনি-ছবি-বাংলানিউজ

নারায়ণগঞ্জ: দলে অনুপ্রবেশকারীরা আছে। স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, হত্যাকারী, শিশু ও নারী নির্যাতনকারী এমন কেউ কিংবা তার পরিবারের কোনো সদস্য যেন দলে প্রবেশ না করতে পারে। এর‍া বিভিন্ন সময়ে আওয়ামী লীগে প্রবেশ করে বিশৃঙ্খলা করে বদনাম করেছে। এদের ব্যাপারে আমাদের সর্তক থাকতে হবে।

রোববার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি এসব কথা বলেন।  

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আগে ব্যবসায়ীরা হ‍াওয়া ভবনে বন্দি ছিল।

চাঁদা না দিয়ে ব্যবসা করতে পারতো না। কিন্তু বর্তমান সরকার ব্যবসার উন্নয়ন, নারী উন্নয়ন ও দেশবান্ধব হিসেবে কাজ করছে। এখন সরকার নয়, ব্যবসায়ীরাই ব্যবসা করে। তাই ভোট আজ কোনো নেতার পকেটে নেই। নেতাকর্মীদের প্রত্যেকের বাড়ি বাড়ি যেতে হবে। উন্নয়নের ব্যাখ্যা দিয়ে ভোট চাইতে হবে।  

তিনি আরও বলেন, বিগত সময়ে জামায়াত-বিএনপি পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেছে। বিএনপির দুর্নীতি, নিপীড়নের কথা ভোটারদের কাছে তুলে ধরতে হবে।  

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান নওফেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল, কেন্দ্রীয় নেতা মমতাজ হোসেন, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির প্রমুখ।

বাংলোদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ