ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে বিএনপির সাবেক এমপির ছেলেকে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
গাজীপুরে বিএনপির সাবেক এমপির ছেলেকে গুলি করে হত্যা

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য মোকলেছুর রহমান জিতুর ছোট ছেলে ফয়সালকে (৩০) গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার ভাদগাতি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পঙ্কজ দত্ত জানান, কালীগঞ্জ উপজেলার ভাদগাতি এলাকায় রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা ফয়সালকে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন।

পরে ফয়সালকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
আরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ