ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনীতে গ্রেফতার বিএনপির ১৮ নেতাকর্মীর রিমান্ড আবেদন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
ফেনীতে গ্রেফতার বিএনপির ১৮ নেতাকর্মীর রিমান্ড আবেদন  ফেনীতে গ্রেফতার বিএনপির ১৮ নেতাকর্মীর রিমান্ড আবেদন 

ফেনী: ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেফতার ১৮ নেতাকর্মীকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ফেনী মডেল থানা থেকে তাদের জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, আদালতের কাছে তারা জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছেন।  

এর আগে বুধবার রাতে ১৩ জন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ফেনী শহরসহ জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারদের মধ্যে রয়েছে জেলার সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক দুলাল, ফেনী পৌরসভার সাবেক কমিশনার বাবুল, ফুলগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল হোসেন, শুভপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আমজাদ হোসেন।

মঙ্গলবার ঘটনার দিন গ্রেফতার করা হয়েছিল ছয় জনকে। তাদের মধ্যে ছাত্রদল নেতা মিলন জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গাড়ি বহরের পিছনে বাসে আগুন দেওয়ার ঘটনায় বুধবার বিকেলে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে পুলিশ। ফেনী মডেল থানার এসআই নুরুল ইসলাম বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৩৫-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।  

মামলায় জেলা কৃষকদল সভাপতি আলমগীর চৌধুরি, ছাত্রদল সভাপতি নঈম উল্লাহ চৌধুরি বরাত, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুনসহ ছাত্রদল-যুবদলের ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে বুধবার কারাগারে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।