ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সরকারকে সমঝোতায় আসতেই হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
সরকারকে সমঝোতায় আসতেই হবে

ঢাকা: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে সরকারকে অবশ্যই আলোচনা ও সমঝোতায় আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

'আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে কোনো ধরনের সমঝোতা নেই' আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল এ কথা বলেন।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল।

সমঝোতার ইতিহাস এ দেশে আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন,  আওয়ামী লীগ অতীতেও সমঝোতা করতে চায়নি। তারপরও সমঝোতা করেছে। সমঝোতার ইতিহাস এ দেশে আছে। আমরা সমঝোতার মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যেতে চাই। যার মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়।

তিনি ব‌লেন, 'আমরা বারবার ব‌লে‌ছি আমরা সংঘাত চাই না। আমরা বারবার ব‌লে‌ছি, বিএন‌পি ক্ষমতায় যা‌বে এজন্য নয়, জনগ‌ণের কল্যা‌ণের কথা চিন্তা ক‌রে সুষ্ঠু নির্বাচন দিন। তারা

জা‌নে যে, অবাধ সুষ্ঠু নির‌পেক্ষ নির্বাচন হ‌লে তারা ক্ষমতায় যে‌তে পার‌বে না, সে জন্য তারা সম‌ঝোতায় আস‌তে চাই‌ছে না।

এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির সিনিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী, যুগ্ম মহাসচিব হা‌বিব উন নবী খান সো‌হেল, মজিবুর রহমান সারোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।