ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যশোরে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
যশোরে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা আহত আহত যুবলীগ নেতা রুনুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: বাংলানিউজ

যশোর: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা মেহেদি হাসান রুনু (৩০) আহত হয়েছেন।

রুনু চুড়ামনকাটির মোফাজ্জেল হোসেনের ছেলে ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে চুড়ামনকাটি বাসস্ট্যান্ডে পৌঁছালে একদল সন্ত্রাসী অতর্কিতে রুনুর ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ৮টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. কাজল মল্লিক বাংলানিউজকে বলেন, আহত রুনুর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

যুবলীগ নেতা রুনুকে দেখতে হাসপাতালে এসে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার নেতৃত্বে তার ছেলেসহ একদল সন্ত্রাসী রুনুকে কুপিয়েছেন’।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমল হুদা বাংলানিউজকে বলেন, ঘটনাটি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শুরু করেছে। কারা এবং কি কারণে এ হামলা করেছেন, তা তদন্ত না করে নিশ্চিত বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।