ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি খুনীদের প্রধান রাজনৈতিক আশ্রয়দাতা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
‘বিএনপি খুনীদের প্রধান রাজনৈতিক আশ্রয়দাতা’ বক্তব্য রাখছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ৭৫’ এবং চার জাতীয় নেতার খুনীদের প্রধান রাজনৈতিক আশ্রয়দাতা খালেদা জিয়া ও বিএনপি।

সমগ্র জাতি যখন চার জাতীয় নেতার হত্যাকাণ্ডে সোচ্চার তখন খালেদা জিয়া ও বিএনপি নীরব। এই নীরবতা আরেকবার প্রমাণ করলো খালেদা জিয়া ও বিএনপি হত্যা, খুন, অবৈধ ক্ষমতা দখল ও সামরিক তন্ত্রের প্রত্যক্ষ সমর্থক।

শুক্রবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, জেনারেল জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতার হত্যাকারীদের প্রধান রক্ষক। তারই ধারাবাহিকতায় খালেদা জিয়া ও বিএনপি ৭৫’র ও চার জাতীয় নেতার খুনীদের প্রধান রাজনৈতিক আশ্রয়দাতা।


এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ চৌধুরীসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।