ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জেলহত্যা দিবসে ময়মনসিংহে আওয়ামী লীগের শোক র‌্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
জেলহত্যা দিবসে ময়মনসিংহে আওয়ামী লীগের শোক র‌্যালি জেলহত্যা দিবসে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের র‌্যালি

ময়মনসিংহ: জেলহত্যা দিবসে ময়মনসিংহে শোক র‌্যালি করেছে জেলা আওয়ামী লীগ। শুক্রবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর শিববাড়ি রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এ র‌্যালিটি বের হয়।

শোক র‌্যালির নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। র‌্যালিটি গাঙ্গিনারপাড়, নতুন বাজার, জিলা স্কুল মোড়সহ বিভিন্ন সড়ক ঘুরে দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ও জেল হত্যা দিবসের শহীদ সৈয়দ নজরুল ইসলামের কলেজ রোডস্থ বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির দায়িত্বশীল নেতারা। শোক র‌্যালিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ও এফবিসিসিআই’র ৩ বারের সাবেক পরিচালক আমিনুল হক শামীম, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা আ’লীগ নেতা হুমায়ুন কবির হিমেল প্রমুখ উপস্থিত ছিলেন।

শোক র‌্যালিতে ময়মনসিংহ মহানগর যুবলীগ, শহর ছাত্রলীগ, জেলা ও নগর স্বেচ্ছাসেবক লীগসহ সব অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এমএএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।