ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যুদ্ধাপরাধী-তেঁতুল হুজুরদের ত্যাগ করেই আলোচনায় আসতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
যুদ্ধাপরাধী-তেঁতুল হুজুরদের ত্যাগ করেই আলোচনায় আসতে হবে কুষ্টিয়া সার্কিট হাউসে বক্তব্য রাখছেন হাসানুল হক ইনু

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা করতে হলে যুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের ত্যাগ করেই আলোচনায় আসতে হবে। তা না হলে বিএনপির সঙ্গে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে কোনো আলোচনা নয়।

শনিবার (০৪ নভেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে “নির্বাচনের আগে এই সরকারকে বিএনপির সঙ্গে আলোচনায় আসতেই হবে” ব্যারিস্টার মওদুদ আহমেদ এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, নির্বাচন নিয়ে যেমন বির্তকের অবসান হওয়া উচিত তেমনি যুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের নিয়ে যে বিতর্ক তারও অবসান হওয়া দরকার।

বিএনপি নির্বাচন নিয়ে এতো প্রস্তাব দিচ্ছে অথচ রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের ত্যাগ করার কোনো আলোচনায় আসছে না।  

তথ্যমন্ত্রী আরো বলেন, নির্বাচনকে মহাজোট সরকার ভয় পায় একথা সঠিক নয়, কারণ আমাদের বিজয়ের নজির রয়েছে। জনগণ যতদিন চাইবে ততদিন আমরা দেশ পরিচালনার দায়িত্বে থাকবো। এসব ব্যাপারে হুমকি ধমকি দিয়ে লাভ নেই। ভবিষ্যতে গণজোয়ার সৃষ্টি হবে, নাকি বিএনপির রাজনীতি থেকে বিদায় ঘটবে তা সময়ই বলে দেবে।

মন্ত্রী বলেন, যেহেতু আমরা গণক নই, তাই ভবিষ্যৎ বাণী করতে চাই না। বিএনপি মাঠের অবস্থা না বুঝে ভবিষ্যৎ জানার জন্য গণকের আশ্রয় নিয়ে রাজনীতির পথ নকশা তৈরি করবে বলে আমার মনে হয়।

এসময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাসান হাবিব, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।