ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জিতবে: নৌমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জিতবে: নৌমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: ২০১৯ সালের জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ জিতবে মন্তব্য করে নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, কিন্তু ওই নির্বাচনে পরাজয় ঘটবে বিএনপির। 

শনিবার (০৪ নভেম্বর) বিকেলে মাদারীপুরের হবিগঞ্জ এলাকার আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত সেতুর উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।  

সম্প্রতি বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাসের দেওয়া বক্তব্য প্রসঙ্গে নৌমন্ত্রী বলেন, তিনি (মির্জা আব্বাস) সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজয় বরণ করেছিলেন।

এ কারণেই তারা যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। জঙ্গি ও সন্ত্রাসীদের যারা লালনপালন করে জনগণ তাদের ভোট দেবে না। জনগণ তাদের চায় না।

‘বর্তমানে দেশে শেখ হাসিনা যে উন্নয়ন করছেন, তা জনগণ দেখছে। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগেরই বিজয় হবে। বিএনপির পরাজয় হবে। ’

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম সাদাত হোসেন, প্রকল্প পরিচালক শচীন্দ্র নাথ হালদার,  মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন প্রমুখ।  

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মাদারীপুর সদরের বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ আড়িয়াল খাঁ নদের উপর এ সেতু নির্মাণ করা হয়েছে। ২০১৩ সালের ১৫ ডিসেম্বর শুরু হওয়া ৬৩ কোটি ৯৪ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শেষ হয় চলতি বছরের ২৫ জুন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
টিএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।