ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কেশবপুরে ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
কেশবপুরে ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত মতবিনিময় সভা-ছবি-বাংলানিউজ

যশোর: যশোরের কেশবপুর উপজেলার ভেরচি বাজারে ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গৌরিঘোনা ইউনিয়ন ছাত্রলীগ এ মতবিনিময় সভার আয়োজন করে।  

ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফারদিন আহম্মেদ শুভ'র  সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন-কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন।

বিশেষ অতিথি ছিলেন-গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, খুলনা সরকারি বিএল কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা আবু হাসান, পৌর ছাত্রলীগ নেতা সৌরভ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহম্মেদ মহি, আমিনুর রাজু, শাওন, রবিউল ইসলাম প্রমূখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি এস এম রুহুল আমীন বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে পাস করিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য ছাত্রলীগ নেতাদের আরও সংগঠিত হওয়ার পরামর্শ দেন তিনি।  

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।