ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

৫৩ পাউন্ডের কেক কেটে তারেক রহমানের জন্মদিন উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
৫৩ পাউন্ডের কেক কেটে তারেক রহমানের জন্মদিন উদযাপন ৫৩ পাউন্ডের কেক কেটে তারেক রহমানের জন্মদিন উদযাপন করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া/ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ৫৩ বছরে পা দিয়েছেন। এ উপলক্ষে ৫৩ পাউন্ডের কেক কেটে তার জন্মদিন উদযাপন করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (২০ নভেম্বর) রাত ১২ টা ১ মিনিটে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন পর‌্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ৫৩ পাউন্ডের আটটি কেক কাটেন বিএনপি চেয়ারপারসন।

এসময় তারেক রহমানের নামে বিভিন্ন ধরনের স্লোগান দেন নেতাকর্মী।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও  ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এমএসি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।