ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাসদের সাবেক এমপি আতাউর রহমান আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
জাসদের সাবেক এমপি আতাউর রহমান আর নেই

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাসদ (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান (৭৮) আর নেই (ইন্নালিল্লাহে...রাজিউন)।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আরশেদ আলী বাংলানিউজকে জানান, বিকেলে   জানাজা শেষে তার গ্রামের বাড়ি বৈদ্যনাথপুর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

আতাউর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলে যোগ দেন। ১৯৮৬ সালে তিনি জাসদ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাসদ (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।