ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে পুলিশি বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
বরিশালে পুলিশি বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড পুলিশি বাধায় ছাত্রদলের মিছিল, ছবি: বাংলানিউজ

বরিশাল: কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম উল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে বরিশালে দলের বের করা বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে বরিশালের সদর রোড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল আলম মিঠুর নেতৃত্বে মিছিলটি নেতার মুক্তির দাবিতে স্লোগান দিতে সদর রোডে উঠতে চাইলে অশ্বিনী কুমার হল চত্বরেই তা পুলিশি বাধার মুখে পড়ে।

পরে পুলিশি বাধায় মিছিলটি সেখানে পণ্ড হয়ে গেলে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে যান।

বাংলা‌দেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।