ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল, সম্পাদক সাদিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল, সম্পাদক সাদিক

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেলে ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক চি‌ঠি‌তে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে রেজাউল ইসলামকে সভাপতি ও সৈয়দ সাদিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও আসিফ সাহবাজ খানকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হ‌য়ে‌ছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ইসফাক আবির হাওলাদার বাংলা‌নিউজ‌কে বলেন, এক বছরের জন্য জেলা ছাত্রলীগের ৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। পরে তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।