ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিলে সিলেট ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

সিলেট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। 

শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেলে নগরের আম্বরখানা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে জড়ো হয়ে পথসভা করে তারা।

এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবদুল কাইয়ুম।

মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম রহমান মৌসুম ও জেলা ছাত্রদলের সদস্য ছদরুল ইসলাম লোকমানের যৌথ পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন- মহানগর ছাত্রদল নেতা মাকসুদ আলম, জেলা ছাত্রদলের সদস্য আশরাফ উদ্দিন রাজীব, এস এম ফখরুল ইসলাম, শেখ সুজাত, মামুনুর রশিদ মামুন, এন এইচ নুরুজ্জামান, জেলা ছাত্রদল নেতা সাইফুল আলম কোরেশী, মহানগর ছাত্রদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম তানিম, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য শেখ শামসুদ্দিন শামসুল, জেলা ছাত্রদলের সহ-মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম সাজু।

এ সময় উপস্থিত ছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ফাহাদ মাহফুজ চৌধুরী, সুমেল আহমদ, করিম খান, এমসি কলেজ ছাত্রদল নেতা মোজাম্মেল হক, জুনাঈদ আহমদ জুনেদ, আলাল আহমদ, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সৈয়দ মিনহাজ, সিলেট জেলা ছাত্রদলের সদস্য সজিবুর রহমান, জেলা ছাত্রদলের সদস্য জুনায়েদ আহমদ, জুবায়ের আহমদ, মহানগর ছাত্রদল নেতা লায়েক আহমদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।