ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
রাজশাহীতে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড  দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ-ছবি-বাংলানিউজ

রাজশাহী: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজশাহী মহানগরীতে দলটির বিক্ষোভ মিছিল পুলিশি বাধার মুখে পণ্ড হয়ে গেছে।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে মহানগরীর ভূবন মোহন পার্কের সামনে কাবিল ম্যানসনের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা।

এ সময় সেখানে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধার মুখে পড়ে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলটি পণ্ড হয়ে যায়। পরে পুলিশি বেষ্টনির মধ্যে সেখানেই বিক্ষোভ ও সংক্ষিপ্তভাবে সমাবেশ করে কর্মসূচি শেষ করেন বিএনপির নেতাকর্মীরা।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ বেশ কয়েকজন নেতা বক্তব্য দেন। এছাড়া বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।