ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদার পরোয়ানার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
খালেদার পরোয়ানার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ বিএনপি নেতা কর্মীরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হতে থাকলে পুলিশ তাতে বাধা দেয় এবং সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশের উপস্থিতিতে ১০ মিনিটের মধ্যেই সমাবেশ শেষ করেন জেলা বিএনপি নেতারা।  

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহামুদ, সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল হাই রাজু, পারভেজ আহমেদ, মনিরুল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান খোকা, এমএ আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, কেন্দ্রীয় যুবদল নেতা সাদেকুর সাদেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।