ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রসিক নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ফখরুলের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
রসিক নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ফখরুলের মির্জা ফখরুল ইসলাম-ছবি-সুমন শেখ

ঢাকা: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে সরকার দলীয় প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে হাইকোর্ট মাজার প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত অসহায় দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।  

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের যে অভিযোগ এসেছে তা মিথ্যা ও বানোয়াট মন্তব্য করে তিনি বলেন, এর কোনো ভিত্তি নেই।

সরকার পারলে অভিযোগ প্রমাণ করে দেখাক।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবীব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।