ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি কারাগারে

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা জামায়াতের  সেক্রেটারি বিলাল হুসাইনকে (৪৮) নাশকতা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে উপজেলার হারগাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত বিলাল হুসাইন উপজেলার কুমারী ইউনিয়নের হারগাড়ী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ও আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।