ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রায়পুর পৌর শ্রমিক লীগের নতুন কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
রায়পুর পৌর শ্রমিক লীগের নতুন কমিটি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর পৌর শ্রমিক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আনোয়ার হোসেন জুয়েল মৃধাকে সভাপতি ও মো. জহির সর্দারকে সাধারণ সম্পাদক করা হয়। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হুদা বকুল ও সাধারণ সম্পাদক শামছুল আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য দায়িত্বে যারা রয়েছেন- সহ-সভাপতি সুবাস রায়, মো. মাসুদ, দুলাল হোসেন ভূঁইয়া, পীরজাদা মানিক, জুম্মান সুলতান, যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন লিটন মুন্সী, সোহেল খাঁন, আব্বাস উদ্দিন আব্বাস, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, আব্দুল মান্নান, প্রচার সম্পাদক মো. সোহেল, দফতর সম্পাদক মো. করিম, অর্থ বিষয়ক সম্পাদক হিরন হোসেন ও নাজমুল করিম ভুট্টুসহ ৩১ জন সদস্যের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।