ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রসিক নির্বাচনে বিএনপিকে দূরে রাখতে সরকার ষড়যন্ত্র করছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
রসিক নির্বাচনে বিএনপিকে দূরে রাখতে সরকার ষড়যন্ত্র করছে ড. এমাজউদ্দীন আহমদের জন্মদিনের অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা

ঢাকা: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে (রসিক) বিএনপি মনোনীত প্রার্থীকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের ৮৫তম জন্মদিনের অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, রসিক নির্বাচনে সরকারদলীয় প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

নির্বাচন কমিশন সে ব্যাপারে নির্বিকার।  

সোমবার (১৮ ডিসেম্বর) দলের চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও সারাদেশে বিভিন্ন পর্যায়ের নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকা মহানগরসহ সারাদেশে বিএনপি প্রতিবাদ সমাবেশ করবে বলেও ঘোষণা দেন তিনি।  

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, কবি আব্দুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবউল্লাহ উপস্থিত ছিলেন।  

স্বাধীনতা ফোরামের আয়োজনে বিএনপি, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এনডিপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।