ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে নতুন করে হাওয়া ভবন সৃষ্টি হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
বিএনপি ক্ষমতায় এলে নতুন করে হাওয়া ভবন সৃষ্টি হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জ্বালাও পোড়াও ও মানুষ হত্যাকারীদের দল বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন স্থবির হয়ে যাবে, দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। আবার নতুন করে হাওয়া ভবন সৃষ্টি হবে।

রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় কাজিপুরের মাইজবাড়ীতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, আগামী বছর বিজয়ের মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচন হবে উন্নয়ন আর স্বাধীনতার চেতনা ধরে রাখার নির্বাচন।

বিএনপি নেতা খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, মাঠ ছেড়ে পালাবেন না। আওয়ামী লীগ মার্শাল’র মধ্যে নির্বাচন করে বিজয় অর্জন করেছে।

এ সময় জঙ্গি দমনে সফল নেত্রী শেখ হাসিনাকে আবারও নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি।

মাইজবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এলজিএসপি প্রকল্প ও সামাজিক সংগঠন ভয়েস অব কাজীপুর’র আওতায় বিভিন্ন মালামাল বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শওকত আলী। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ইরতিজা আহসান, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান বকুল এবং সামাজিক সংগঠন ভয়েজ অব কাজিপুরের উপদেষ্টা প্রকৌশলী সাখাওয়াত হোসেন।

এর আগে মন্ত্রী গান্ধাইলে পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।