ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চুয়াডাঙ্গায় ছাত্রদলের শোভাযাত্রায় লাঠিচার্জ, আহত ৪০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
চুয়াডাঙ্গায় ছাত্রদলের শোভাযাত্রায় লাঠিচার্জ, আহত ৪০ ছবি-বাংলানিউজটোয়েটিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার প্রস্তুতিকালে পুলিশের লাঠিচার্জে ছাত্রদলের জেলা আহ্বায়ক শরীফ-উর জামান সিজারসহ ৪০ নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের শ্রীমন্ত টাউন হলে এ হামলার ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল থেকেই জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শহরের শ্রীমন্ত টাউন হল চত্বরে সমাবেত হতে থাকে।

বেলা সাড়ে ১১টার দিকে তারা শোভাযাত্রা বের করার প্রস্তুতি নিলে পুলিশ হঠাৎ তাদের ওপর লাঠিচার্জ করে। এ সময় জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ উর জামান সিজারসহ বিভিন্ন ইউনিটের ৪০ নেতাকর্মী আহত হয়।

আহতদের মধ্যে অনেকের হাত পা ভেঙে গেছে। কারো কারো মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। এদের মধ্যে অনন্ত ৩০ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলার দাবি, পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে। এতে ছাত্রদলের ২শ’ নেতাকর্মী আহত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির অপর যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজু বলেন, সরকার বিএনপিকে ভয় পাই বলে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। হামলার পর ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার মঞ্চও ভাঙচুর করে পুলিশ।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ উর জামান সিজার বলেন, পুলিশ হঠাৎ করে আমাদের ওপর হামলা চালিয়েছে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, গোয়েন্দা মারফত খবর আসে শোভাযাত্রা বের করার নামে নাশকতার পরিকল্পনা ছিল ছাত্রদলের নেতাকর্মীদের। এজন্য তাদের বের না হওয়ার জন্য বাধা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ০১ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ