ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সম্পাদকদের সঙ্গে ঐক্যফ্রন্টের মতবিনিময় চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
সম্পাদকদের সঙ্গে ঐক্যফ্রন্টের মতবিনিময় চলছে সম্পাদকদের সঙ্গে ঐক্যফ্রন্টের মতবিনিময়-ছবি-জি এম মুজিবুর

ঢাকা: রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সম্পাদকদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের মতবিনিময় সভা শুরু হয়েছে। 

শুক্রবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ,  আমীর খসরু মাহমুদ চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

সম্পাদকদের মধ্যে আছেন-নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউএইজ সম্পাদক নুরুল কবীর, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের, আমাদের নতুন সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, সাপ্তাহিক বুধবার সম্পাদক আমির খসরু, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তজা, ঢাকা ট্রিবিউন সম্পাদক  জাফর সোবহান,  এএফপি ব্যুরো চিফ শফিকুল আলম, রয়টার্স ব্যুরো চিফ সিরাজুল ইসলাম কাদির, ইনকিলাবের সহকারী সম্পাদক মুন্সি আব্দুল মান্নান, বাংলাদেশের খবরের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রমুখ।    

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
এমএইচ/টিআর /আরআর   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।