ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগ কর্মীর মাথা ফাটানোয় যুবলীগ নেতাকর্মীর নামে মামলা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
আ’লীগ কর্মীর মাথা ফাটানোয় যুবলীগ নেতাকর্মীর নামে মামলা

সাভার (ঢাকা): সাভারে নির্বাচনী প্রচারণার সময় এক আওয়ামী লীগ কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারসহ নয় নেতাকর্মীর নাম উল্লেখসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

শুক্রবার (২১ ডিসেম্বর) রাতে আহত আওয়ামী লীগ কর্মী মোসারফ হোসেন মুসার ভাই মহিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় নয়ারহাট এলাকা থেকে পাথালিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সুমন পণ্ডিতকে আটক করে পুলিশ।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) জাবেদ মাসুদ এ তথ্য জানিয়েছেন।  

মামলা সূত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নির্বাচনী প্রচরণা চালাচ্ছিলেন আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. এনামুর রহমান। এসময় আশুলিয়ার যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তার সঙ্গে প্রচারণায় অংশ নেন। দুপুর ১২টার দিকে সরকার মার্কেট এলাকায় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির সরকারের লোকজনের সঙ্গে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোশারফ হোসেন মুসার লোকজনের বাকবিতন্ডা হয়। পরে সেখান থেকে প্রচারণা শেষে ঘোষবাগের উদ্দেশে রওনা হয় নেতাকর্মীরা। ঘোষবাগ এলাকায় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা যুবলীগ নেতা কবিরের লোকজন তাকে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেন। এ ঘটনায় আনোয়ার নামে আরো এক ব্যক্তি আহত হন। পরে তাদের উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি এস মিজান বলেন, এ ধরনের কোনো অভিযোগ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।