প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
সিলেট: সিলেটে পৌঁছে তিন ওলির মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাজার জিয়ারত শেষে আওয়ামী লীগ সভানেত্রী বর্তমানে সার্কিট হাউসে অবস্থান করছেন।
শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা ৪৭ মিনিটে বিজি-১২১১ ফ্লাইটযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান তিনি।
সেখান থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল (র.) মাজারে যান জিয়ারতে।
সকাল ১১টা ৫২ মিনিটে শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করে বেরিয়ে তিনি শাহপরান (র.) মাজারের উদ্দেশে রওনা হন। শাহপরান (র.) ও গাজী বুরহান উদ্দিন (র.) মাজার জিয়ারত শেষে তিনি সার্কিট হাউসে যান।
দলীয় সূত্র জানায়, সার্কিট হাউজে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেল ৩টার দিকে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এরপর বিকাল সাড়ে ৪টার ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এনইউ/আরআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।