রোববার (২৩ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।
মান্না বলেন, এখন পর্যন্ত প্রার্থীরা গ্রেফতার হচ্ছেন।
‘এটা শেষ করেই আমি নির্বাচনী এলাকায় যাবো। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে একটা কথা বলি- আমরা আগে বলতাম নির্বাচনী যুদ্ধ। আর এখন এটা নির্বাচনের নামে যুদ্ধই হচ্ছে। সরকারপক্ষ তাই করছে। রাতে বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করে। সারাদেশে একই অবস্থা চলছে। ’
তিনি বলেন, নির্বাচন কমিশনকে বলি কিন্তু কোনো কাজ হয় না। নির্বাচন কমিশন একটা ঠুঁটো জগন্নাথের মতো। শুধু কথা শোনে। আজও উনি বলেছেন, আচ্ছা এই কাগজটা আমি ডিসি সাহেবকে পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম তারপর তদন্ত করতে যদি চারদিন লাগে তাহলে তো ভোটই শেষ হয়ে যাবে। উনি বলছেন যে, না তাড়াতাড়ি করবো। কিন্তু আজ পর্যন্ত কোথাও কোনো ধরনের অ্যাকশন আমি দেখতে পাইনি।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
ইইউডি/এএ