ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পরিবর্তনের জোয়ার তুলতে পারে তরুণরাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
পরিবর্তনের জোয়ার তুলতে পারে তরুণরাই নির্বাচনী পথসভায় বক্তব্য দেন চরমোনাই পীর সাহেব। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল-৫ আসনে হাতপাখার প্রার্থী মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম বলেছেন, জাতি নিয়ে তরুণ ভোটাররা ভাবেন। তারা বিশ্বের সব খবরা-খবর রাখেন। তারাই পারেন পরিবর্তনের জোয়ার তুলতে। আশা করি এই তরুণ ও নতুন ভোটাররাই তাদের প্রথম ভোট ইসলাম, দেশ ও মানবতার পক্ষে হাতপাখায় দেবে, ইনশাল্লাহ।

রোববার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় বরিশাল সদর উপজেলার লাহারহাট বাজারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, পৃথিবীর অন্যান্য দেশে উন্নয়নের ধরণ ও প্রকৃতি সম্পর্কে তরুণরা জ্ঞাত।

তাই তারা উন্নয়নের লেভেল দেখে কারও ধোঁকায় পতিত না হয়ে পরিবর্তনের অঙ্গীকারে হাতপাখা বেছে নেবে।  

বরিশাল সদর আসনের প্রত্যন্ত এলাকায় রাস্তা-ঘাটের অবস্থা নাজুক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমি অঙ্গীকার করছি, হাতপাখা বিজয়ী হলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও যথাযথ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে ইনশাআল্লাহ।  

এ সময় ইসলামী আন্দোলন নেতা মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, দলের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এবং চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফতী হাবিবুর রহমান মিছবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলা‌দেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডি‌সেম্বর ২৩, ২০১৮
এমএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।