ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে ছাত্র-যুবদলের ১৬ নেতাকর্মীর নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
ময়মনসিংহে ছাত্র-যুবদলের ১৬ নেতাকর্মীর নামে মামলা

ময়মনসিংহ: ময়মনসিংহে নাশকতার অভিযোগে ছাত্র ও যুবদলের ১৬ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে। 

রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল কান্তি সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- কেন্দ্রীয় যুবদল নেতা এনামুল হক আকন্দ লিটন, দক্ষিণ জেলা যুবদল নেতা সোহেল পাঠান, জেলা ছাত্রদল সভাপতি মাহাবুবুর রহমান রানা,  সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হানসহ ১৬ জন।

মামলার এজাহারে বাদী স্বেচ্ছাসেবক লীগের সমর্থক কৃষিবিদ নাসির আহমেদ জুয়েল উল্লেখ করেন, শনিবার (২২ ডিসেম্বর) রাতে তিনি স্থানীয় মনতলা এলাকায় স্বেচ্ছাসেবক লীগের সভায় যাচ্ছিলেন। এসময় ছাত্র ও যুবদলের নেতাকর্মীরা তার পথ গতিরোধ করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে রাতেই এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।