ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
বগুড়ায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেফতার

বগুড়া: বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গভীর রাতে গ্রেফতারের নামে বাড়ি বাড়ি পুলিশের তল্লাশি অভিযানকে হয়রানি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।  

সোমবার (২৪ ডিসেম্বর) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জমান বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৩ ডিসেম্বর) দিনগত গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


 
বদিউজ্জমান জানান, হয়রানি করতে কারো বাড়িতে অভিযান পরিচালনা করা হয়নি। মামলার আসামি হিসেবে বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।  
 
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল অভিযোগ করে বাংলানিউজকে জানান, গায়েবি মামলার সূত্র ধরে রোববার দিনগত গভীর রাতে শহর এলাকায় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করতে বাড়ি বাড়ি অভিযানে নামে পুলিশ।  

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি ডা. মামুনুর রশিদ মিঠু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকতারুজ্জামান নান্টুকে গ্রেফতার করা হয়। বাকিদের নাম-পরিচয় জানাতে পারেননি বিএনপির এ নেতা। নির্বাচনের আগ মুহূর্তে পুলিশের এ ধরনের অভিযানকে তিনি চরম হয়রানি বলে অভিযোগ করেন।   
 
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এমবিএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।