ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৯ মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৯ মামলা বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রেস ব্রিফিং-ছবি-বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় বিএনপির ৫৭৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে নয়টি হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। ইতোমধ্যে ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম ভূঁইয়া।

সোমবার (২৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায় বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।  

এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ দেওয়ান রিংকু, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, পল্লি উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহির আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।


 
প্রেস ব্রিফিংয়ে প্রার্থী শহিদুল ইসলাম ভূঁইয়া অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। এসব হামলায় এখন পর্যন্ত ৭০ জন নেতাকর্মী আহত হয়েছেন। উল্টো আওয়ামী লীগ নিজেদের কার্যালয়ে নিজেরা হামলা করে বিএনপির উপর দায় চাপাচ্ছে। তাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।
 
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।