ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জনগণের ধাওয়া খেয়ে পালাতো বিএনপির এমপিরা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
‘জনগণের ধাওয়া খেয়ে পালাতো বিএনপির এমপিরা’ জনসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ঢাকা: পানি, বিদ্যুৎ সঙ্কটসহ নানা অনিয়মের কারণে বিএনপি আমলে তাদের সংসদ সদস্যরা (এমপি) ‘জনগণের ধাওয়া খেয়ে পালাতো’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপি আমলের নানা অনিয়ম ও আওয়ামী লীগ আমলের উন্নয়ন-অগ্রগতি, বিভিন্ন সঙ্কট সমাধানের কথা তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

 

পড়ুন>> জনগণের ভাগ্য গড়াই আমার লক্ষ্য

তিনি বলেন, ‘অসহনীয় অবস্থা সৃষ্টি হয়েছিলো। যেজন্য আপনারা জানেন বিএনপির এমপিরা জনগণের রুদ্ররোষে পড়েছিলো। জনগণের ধাওয়া খেয়ে বিএনপির এমপিরা পালাতো। ’
 
‘যার জন্য এক এমপির নামই হয়ে গেল দৌড় সালাহউদ্দিন। কারণ জনগণ তাদের ধাওয়া দিয়েছিলো। পানি দিতে পারেনি, বিদ্যুৎ দিতে পারেনি। এই অবস্থা ছিলো। ’
 
শেখ হাসিনা বলেন, ‘এই ঢাকা শহরেও অভাব ছিলো। পানি ছিলো না, পানির জন্য হাহাকার ছিলো। লোডশেডিং-ই বেশি থাকতো। বিদ্যুৎ ছিলো না। রাস্তা-ঘাটের করুণ অবস্থা ছিলো। পানি নিষ্কাশন ব্যবস্থা খারাপ ছিলো। ’ 
লাঙল প্রতীকে মহাজোটের প্রার্থীদের জন্যও ভোট চান শেখ হাসিনা।  আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘গত ১০ বছরে আমরা ব্যাপক উন্নয়ন করেছি। আজকে পানির সমস্যা নাই। বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, সঞ্চালন বাড়িয়েছি। এমনকি গ্রাম পর্যায় পর্যন্ত বিদ্যুৎ দিয়েছি। কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি। ’
 
বিএনপি মানি-লন্ডারিং, মানুষ খুন, জঙ্গিবাদ সৃষ্টি, আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা,  দুর্নীতি, লুটপাট ছাড়া মানুষকে কিছু দিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।  
 
‘তারা এসব কাজ করেছে। আর জনগণ যে তিমিরে সেই তিমিরেই ছিলো। তারা নিজেদের ভাগ্য গড়েছে। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। ’

শেখ হাসিনা বলেন, ‘পরপর দুইবার ক্ষমতায় আসায় আজকে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে। আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে কোনো মানুষ দরিদ্র থাকবে না। মানুষ সুন্দরভাবে জীবন-যাপন করতে পারবে। সেইভাবে পরিকল্পনা নিয়েছি। ’
 
নৌকায় ভোট চেয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। বিজয়ের মাসে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করুন।
 
ঢাকা দক্ষিণের বিভিন্ন আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের জন্যও ভোট চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মহাজোটের প্রার্থীদেরও পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান তিনি।  
 
এর আগে ২১ ডিসেম্বর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আয়োজিত জনসভা থেকে ঢাকা উত্তরের মহাজোট প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ভোট চান।
 
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অন্যান্যের দক্ষিণের প্রার্থীরা ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
 
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এমইউএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।