তিনি বলেন, নৌকার প্রার্থীর লোকজন হামলার ঘটনা সাজিয়ে প্রশাসনে চাপ সৃষ্টি করে মামলা দিয়ে নির্বাচনী মাঠে বিএনপি নেতা-কর্মীদের চাপে ফেলার চেষ্টা করছে। এরইমধ্যে ৩টি মামলা দায়ের করে বিএনপির ১৫৬ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলার ত্রিশাল উপজেলায় নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেন ডা. লিটন।
এ সময় তিনি আরো বলেন, নৌকার প্রার্থী ভোটের মাঠে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে ভোট ডাকাতির নীলনকশা বাস্তবায়নে ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য তারা হামলা-মামলায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
তবে দেশ ও জনগণের আস্থার প্রতীক সেনাবাহিনী মাঠে নামায় আমরা স্বস্তিবোধ করছি। আশা করছি দেশপ্রেমিক সেনাবাহিনী ভোটারদের প্রত্যাশা পূরণে ভূমিকা পালন করবে।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সদস্য আ. আউয়াল ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এমএএএম/জেডএস