ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি-ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মতলবে আছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
বিএনপি-ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মতলবে আছে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের। ছবি-বাংলানিউজ

নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা বিতর্কিত করতে চায়, আগামী ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে আমরা তার জবাব দেবো। আসলে বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মতলবে আছে।

নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসনকে বিতর্কিত করেছে বিএনপি। এখন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে।

সেনাবাহিনী আমাদের জাতীয় সম্পদ, তাই সেনাবাহিনীকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে, যোগ করেন ওবায়দুল কাদের।  

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নুর মিয়া বেপারির হাটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন মন্ত্রী।

বিএনপি প্রার্থী মওদুদ আহমদের গাড়িতে হামলার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মওদুদ আহমদ নিজের গাড়ি বাড়িতে রেখে ভাড়া করা গাড়ি নিয়ে ঘোরেন। সে গাড়িতে নিজের লোক দিয়ে হামলা করিয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছেন। আওয়ামী লীগের লোকজন যদি হামলা করেছে এমন প্রমাণ পেলে তাদের আইনের আওতায় আনা হবে।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।