ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মিন্টু গ্রেফতার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
ময়মনসিংহ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মিন্টু গ্রেফতার  সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু

  ময়মনসিংহ: একাদশ সংসাদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে পুলিশের ওপর হামলা ও মারপিটের মামলায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

মিন্টু জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক,  ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর।

 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল বাংলানিউজকে জানান, রোববার (৩০ ডিসেম্বর) নির্বাচনের দিন সকালে উপজেলার তেলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।  

বাংলাদেশ সময় ০১৫৪ ঘন্টা, জানুয়ারি ০১, ২০১৯ 
এমএএএম/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।