রোববার (৬ জানুয়ারি) বিকাল ৪টায় গুলশানে হোটেল আমারিতে এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন, মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ধানের শীষের প্রার্থী আফরোজা আব্বাস, গোলাম মাওলা রনি, রুমানা মোরশেদ কনকচাপাসহ অনেকে উপস্থিত আছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের হাইকমিশনার, ফ্রান্সের রাষ্ট্রদূত, নরওয়ের রাষ্ট্রদূত, সুইডেনের রাষ্ট্রদূত, স্পেনের রাষ্ট্রদূত, ডেনমার্কের রাষ্ট্রদূত, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার, কানাডা-জার্মানি-তুরস্ক-মরক্কোর উপ রাষ্ট্রদূত, রাশিয়া-জাপান-অস্ট্রেলিয়ার পলিটিক্যাল ডেস্কের ফার্স্ট সেক্রেটারি, জাতিসংঘের প্রতিনিধি উপস্থিত আছেন।
জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা দিক নিয়ে কূটনীতিকদের ব্রিফ করা হবে।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এমএইচ/আরআর