ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নৌকায় ভোট চাওয়ায় বিএনপির ২ নেতাকে শোকজের সিদ্ধান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
নৌকায় ভোট চাওয়ায় বিএনপির ২ নেতাকে শোকজের সিদ্ধান্ত

লালমনিরহাট: উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাওয়ায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপির ২ সহ-সভাপতিকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি।

বুধবার (০৬ মার্চ) দুপুরে এক বৈঠকে শোকজের সিদ্ধান্ত নেয় বিএনপি।

এরা হলেন- আদিতমারী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী এবং অপর সহ-সভাপতি বালাপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক।

লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বাংলানিউজকে জানান, দলীয় শৃঙ্খলা ভেঙে আদিতমারী উপজেলা বিএনপির দুই সহ-সভাপতি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন বলে অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিষয়ে শোকজ করার সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি। এ বিষয়ে অভিযুক্ত নেতাদের ঠিকানায় দ্রুত শোকজের চিঠি পাঠাতে দফতর সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে। শোকজের সন্তোষজনক জবাব না পেলে দলের বিধিমতে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।