ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপিডিএফ’র আঞ্চলিক কমান্ডারকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
ইউপিডিএফ’র আঞ্চলিক কমান্ডারকে গুলি করে হত্যা ধানক্ষেতে পড়ে আছে চিক্কধন চাকমার মরদেহ। ছবি-বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউপিডিএফ'র (প্রসিত গ্রুপ) আঞ্চলিক কমান্ডার (পোস্ট পরিচালক) উদয় বিকাশ চাকমা ওরফে চিক্কধন চাকমাকে (৪৩) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বঙ্গলতলী ইউনিয়ননের বি ব্লকের ধানক্ষেতে তাকে হত্যা করা হয়।

পুলিশ জানায়, চিক্কধন বঙ্গলতলী ইউনিয়নের বি-ব্লকের একটি ধানক্ষেতে অবস্থান করছিলেন।

এমন সময় তার প্রতিপক্ষের একটি সশস্ত্র গ্রুপ সেখানে গিয়ে ব্রাশ ফায়ার করে তাকে হত্যা করে পালিয়ে যায়।  

স্থানীয়রা জানান, ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকার চারদিক ঘিরে রেখেছে।  

এ ঘটনার জন্য স্থানীয় ইউপিডিএফ তাদের প্রতিপক্ষ গণতান্ত্রিক ইউপিডিএফ বর্মা গ্রুপকে দায়ী করছে। তবে এ হত্যার দায় অস্বীকার করেছে গণতান্ত্রিক ইউপিডিএফ বর্মা গ্রুপ।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মঞ্জুরুল আলম বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করার জন্য পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সেখান থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।