ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০১, জুলাই ১৮, ২০১৯
সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের। ছবি: বাংলানিউজ

ঢাকা: ফলোআপ চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বুধবার (১৭ জুলাই) রাত পৌনে ১১টায় একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বাংলানিউজকে জানান, ফলোআপ চিকিৎসার জন্য রোববার (১৪ জুলাই) সিঙ্গাপুরে যান ওবায়দুল কাদের।

সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি ফলোআপ চিকিৎসা করান। এর আগে এ হাসপাতাল থেকেই চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন তিনি।

মঙ্গলবার (১৬ জুলাই) মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা টিমের প্রধান ড. ফিলিপ কোহ ওবায়দুল কাদেরের ফলোআপ চিকিৎসা শেষে সন্তোষ প্রকাশ করেছেন।

গত ৩ মার্চ ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। পরে  বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীর পরামর্শে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এসকে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ