শনিবার (২০ জুলাই) দুপুরে নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির এক যৌথ সভায় এ কথা জানানো হয়।
সভায় জানানো হয়, রোববার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে সমাবেশ উপলক্ষে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হবে।
খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে আয়োজিত এ যৌথ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। যৌথ সভায় মহানগর ও জেলা বিএনপির নেতারা বক্তব্য রাখেন।
সভা থেকে খুলনার কর্মসূচি সফল করতে বিএনপির দায়িত্বশীল নেতাদের নিয়ে ১২টি উপ কমিটি গঠন করা হয়। উপকমিটিগুলো- অর্থ উপ কমিটি আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, যুগ্ম আহ্বায়ক সৈয়দা নার্গিস আলী, সার্বিক ব্যবস্থাপনা ও ভেন্যু উপ কমিটি আহ্বায়ক মনিরুজ্জামান মনি, যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম তুহিন, অভ্যর্থনা উপ কমিটি আহ্বায়ক আমীর এজাজ খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, শেখ মোশারফ হোসেন, সিরাজুল ইসলাম, পরিবহন ও যোগাযোগ উপ কমিটি আহ্বায়ক সাহারুজ্জামান মোর্ত্তজা, যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, শৃঙ্খলা উপ কমিটি আহ্বায়ক জাফরউল্লাহ খান সাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাহবুব কায়সার, আশরাফুল আলম নান্নু, মনিরুল হাসান বাপ্পী, সাংগঠনিক উপ কমিটি আহ্বায়ক অধ্যক্ষ তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশীদ, সিরাজুল হক নান্নু, প্রচার উপ কমিটি আহ্বায়ক আসাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান টুকু, কে এম হুমায়ুন কবির, স্বাস্থ্য সেবা উপ কমিটি আহ্বায়ক অধ্যাপক ডা. শেখ মো. আখতার উজ জামান, যুগ্ম আহ্বায়ক ডা. মোস্তফা কামাল, ডা. শওকত আলী লস্কর, আপ্যায়ন উপ কমিটি আহ্বায়ক জলিল খান কালাম, যুগ্ম আহ্বায়ক রেহানা আক্তার, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আবাসন উপ কমিটি আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক আজিজুল হাসান দুলু, ইউসুফ হারুন মজনু, মিডিয়া উপ কমিটি আহ্বায়ক এহতেশামুল হক শাওন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, দপ্তর উপ কমিটি আহ্বায়ক মহিবুজ্জামান কচি, যুগ্ম আহ্বায়ক মুর্শিদুর রহমান লিটন, শামসুজ্জামান চঞ্চল। অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের দপ্তর সম্পাদকরা দপ্তর উপ কমিটির সদস্য হিসেবে কাজ করবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এমআরএম/এইচএডি